মাসেল স্পাজম য়ের সমস্যা তে ভুগছেন গায়ক সোনু নিগম । রবিবার পুনে তে এক কনসার্টের মাঝে অসুস্থ্য হয়ে পড়েন গায়ক ।যন্ত্রনা উপেক্ষা করেই তিনি শো শেষ করেন ।সামান্য সুস্থ্য হয়ে তিনি শো শেষ করেন । তার পরে আবার রাষ্ট্রপতি ভবনেও আবার অনুষ্ঠান করেন গায়ক ।তার গানে খুশি হয়ে সোনু কে জগন্নাথ দেবের মূর্তি উপহার দেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ।
রাজ্য
খুব শিগ্রই বিজেপির সর্বভারতীয় সভাপতি ও পশ্চিমবঙ্গের সভাপতি নির্বাচিত হবে
সূত্রের খবর আগামী ১০ দিনের মধ্যেই বিজেপির সর্বভারতীয় সভাপতি বেছে নেওয়ার তোড়জোড় চলছে । তবে নিয়ম হলো কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত করার আগে রাজ্য ও...