মাসেল স্পাজম য়ের সমস্যা তে ভুগছেন গায়ক সোনু নিগম । রবিবার পুনে তে এক কনসার্টের মাঝে অসুস্থ্য হয়ে পড়েন গায়ক ।যন্ত্রনা উপেক্ষা করেই তিনি শো শেষ করেন ।সামান্য সুস্থ্য হয়ে তিনি শো শেষ করেন । তার পরে আবার রাষ্ট্রপতি ভবনেও আবার অনুষ্ঠান করেন গায়ক ।তার গানে খুশি হয়ে সোনু কে জগন্নাথ দেবের মূর্তি উপহার দেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ।
রাজ্য
গতকাল নবান্নে অনুষ্ঠিত হলো চা শিল্পের উন্নতি নিয়ে বৈঠক
চা শিল্পের সামগ্রিক উন্নয়নের জন্য একটি দল গঠন করেছে রাজ্য সরকার ।গতকাল নবান্নের চা বাগান ও শিল্প নিয়ে একটি বৈঠক হয়।বৈঠকে উপস্থিত ছিলেন চা...