রাষ্ট্রপতি সম্মতি দিলেন ১৯৪৯ সালের ব্যাঙ্কিং নিয়ন্ত্রণ আইন সংশোধনের

খবর ঘন্টায়  ঘন্টায়  ওয়েবডেস্ক  :  কেন্দ্রীয় মন্ত্রিসভা আগেই সম্মতি দিয়েছিলো । এইবার  সমগ্রহ  দেশের সমব্যায়  ব্যাঙ্ক  গুলিকে রিসার্ভ ব্যাঙ্কের  নিয়ন্ত্রণে আনতে  ১৯৪৯ সালের  ব্যাঙ্কিং  নিয়ন্ত্রণ আইন সংশোধন সংক্রান্ত  অধ্যাবেশে , সই করলেন দেশের রাষ্ট্রপতি রামনাথ  কবিন্দ ।তার ফলে অন্যান্য বাণিজ্যিক  ব্যাঙ্ক গুলির মত  এই সমব্যায় ব্যাঙ্ক  গুলির কাজকর্মের উপরেও  নজরদাঁড়ি  চালাতে পারবে দেশের শীর্ষ ব্যাঙ্ক ।তবে এর আওতায়  আসবে না  কৃষি সমব্যায় সমিতি  অথবা  অন্যকোনো সমব্যায় সমিতি যারা কৃষি ক্ষেত্রে দীর্ঘ মেয়াদি ঋণ  দেয় ।