খবর ঘন্টায় ঘন্টা য় ওয়েবডেস্ক : সারা দেশ জুড়ে রাষ্ট্রায়াত্ব সংস্থা বিলগ্নিকরণ এবং চুক্তি ভিত্তিক কাজের বিরুদ্ধে আগামী তিন জানুয়ারী দেশ জুড়ে প্রতিবাদ কর্মসূচির ডাক দিলো আরএসএস নিয়ন্ত্রিত শ্রমিক সংগঠন ভারতীয় মজদুর সংঘ । রাজনৈতিক মহলের মত বিলগ্নিকরণ করণ সহ কেন্দ্রের নানা নীতিতে সরকারের সমর্থকদের মধ্যে যে ক্ষোভের সৃষ্টি হয়েছিল ,তা প্রশমিত করতেই এই আন্দোলন ,তবে উল্লেখ্য ৮ জানুয়ারী কেন্দ্রীয় ট্রেড উনিয়ণ গুলির ডাকা ধর্মঘটে যোগ দেবে না বিএমএস ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...