রাষ্ট্রায়াত্ব সংস্থা বিলগ্নিকরণের বিরুদ্ধে পথে নামলো আরএসএস নিয়ন্ত্রিত শ্রমিক সংগঠন

খবর ঘন্টায়  ঘন্টা য়  ওয়েবডেস্ক  : সারা দেশ জুড়ে রাষ্ট্রায়াত্ব সংস্থা বিলগ্নিকরণ  এবং চুক্তি  ভিত্তিক  কাজের  বিরুদ্ধে  আগামী  তিন  জানুয়ারী  দেশ  জুড়ে প্রতিবাদ কর্মসূচির ডাক  দিলো  আরএসএস  নিয়ন্ত্রিত শ্রমিক সংগঠন  ভারতীয় মজদুর সংঘ । রাজনৈতিক  মহলের মত  বিলগ্নিকরণ করণ সহ  কেন্দ্রের  নানা নীতিতে সরকারের সমর্থকদের মধ্যে যে ক্ষোভের  সৃষ্টি  হয়েছিল ,তা  প্রশমিত করতেই  এই আন্দোলন ,তবে  উল্লেখ্য ৮ জানুয়ারী  কেন্দ্রীয় ট্রেড  উনিয়ণ  গুলির  ডাকা ধর্মঘটে  যোগ দেবে  না বিএমএস ।