রাহুল নবীন এগিয়ে আছেন ইডির পদের জন্য

গত সেপ্টেম্বর মাসে মোদির আস্থা ভাজন সঞ্জয় কুমার মিশ্রের মেয়াদ শেষের পরে স্পেশাল ডিরেক্টর রাহুল কে নবীন কে ভারপ্রাপ্ত্য ডিরেক্টর হিসাবে নিয়োগ করা হয় । এই কমিটি তে আছে মুখ্য ভিজিলেন্স কমিশনারের নেতৃত্বধীন অর্থমন্ত্রকের রাজস্ব সচিব স্বরাষ্ট্র সচিব ও কর্মিবর্গ মন্ত্রকের সচিব । সম্প্রতি কমিটির বৈঠক হয়েছে ,জানা যাচ্ছে রাহুল নবীনের সাথে দৌড়ে রয়েছে আই আর এস অফিসার প্রবীণ কুমার ।