রেকর্ড পরিমান মাদক উদ্ধার কোচিতে

Drug syringe and cooked heroin on spoon

গতকাল কেরলের কোচি তে নৌসেনা ও নারকোটিকস কন্ট্রোল ব্যুরো যৌথ অভিযান চালিয়ে প্রায় ২৫০০ কিলোগ্রাম হেরোইন উদ্ধার করেছে ।আন্তর্জাতিক বাজারে যার দাম প্রায় ১২ হাজার কোটি টাকা ।এখন অব্দি এটি দেশের মধ্যে একলপ্তে সব থেকে বেশি মাদক উদ্ধার বলে দাবি করেন এনসিবি ।অন্যদিকে গুজরাটে ৩১ কেজি হেরোইন উদ্ধারের ঘটনা তে দিল্লি থেকে গ্রেপ্তার হয়েছে নাইজেরিয়ার এক যুবক ,দুটি ঘটনা তে পাকিস্তানের যোগ রয়েছে বলে প্রমান হয়েছে ।