রেমডে সিভির জীবনদায়ী ওষুধ নয় বলে জানালেন আইসিএম আর

খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : করোনার দ্বিতীয় ঢেউয়ের জেরে সারা দেশ জুড়ে আতঙ্কের আবহাওয়া তৈরি হয়েছে ।রেমডে সিভির ইনজেকশনের হা হা কার বাড়ছে দেশে ,কেন্দ্র কে হস্তক্ষেপ করতে হয়েছে এই নিয়ে ।রেমডে সিভির তৈরি তে প্রয়োজনীয় কাঁচা মালের উপর কোনো আমদানি শুল্ক না চাপানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র চলবে ৩১ সে অক্টোবর অব্দি ।আইসিএমআর স্পষ্ট করে জানিয়ে দিয়েছে রেমডিসিভির করোনার ক্ষেত্রে কোনো জীবনদায়ী ওষুধ নয় ।