রেলের পিচবোর্ডের টিকিট আর থাকবে না

খবর  ঘন্টায়  ঘন্টায় ওয়েবডেস্ক  : আর সামান্য  কয়েকটা  দিন তার পরে ট্রেনের  সঙ্গে  জড়িত হলুদ  পিচ বোর্ডের টিকিট  আর  দেখা যাবে না  কোথাও ,ভারতীয় রেলের তরফে জানানো  হয়েছে যে ,আগামী  বছরের  মার্চ মাসের  মধ্যেই বাজার থেকে উঠে যাবে এই হলুদ পিচ  বোর্ডের  টিকিট ।দীর্ঘ  ১৫০ বছর ধরে  ভারতীয়  রেল  কে সেবা  দিয়ে এসেছে  হলুদ  পিচবোর্ডের  টিকিট ।