রেলের সদর দফতর ফেয়ারলী তে শীর্ষ আধিকারিক দের নিয়ে বৈঠক করলেন রেল প্রতিমন্ত্রী

রেলের বিভিন্ন প্রকল্পের অগ্রগতির কাজ খতিয়ে দেখতে শনিবার পূর্ব রেলের সদর সফটর ফেয়ারলী প্লেসে পূর্ব
ও দক্ষিণ পূর্ব রেলের শীর্ষ আধিকারিক দের নিয়ে বৈঠক করেন রেলের প্রতিমন্ত্রী ,দর্শনা জারদোস ।তিনি যাত্রী পরিষেবা আরো উন্নত করার উপরে আর জোর দেন ।