রেশন ডিলার দের ধর্ণা

খবর  ঘন্টায়  ঘন্টায় ওয়েবডেস্ক : নরেন্দ্র  মোদী  সরকারের  প্রস্তাবিত এক দেশ  এক রেশন কার্ড ও রেশন  ব্যবস্থার বেসরকারি  করণের  বিরুদ্ধে ধর্নায়  বসেছে সর্বভারতীয়  রেশন দোকান ডিলার  ফেডারেশন । তাদের জাতীয়  কমিটির সাধারণ সম্পাদক  গতকাল  দিল্লিতে  জানান  সংসদের শীতকালীন অধিবেশন কে  সামনে  রেখে ২ থেকে ১৩ ডিসেম্বর  যন্তর  মন্তরে ধর্ণা  চালাবে  তারা  একেক  টি  রাজ্য একেক  দিন ধর্নায়  বসবে ।পশ্চিমবঙ্গের ডিলার  রা  বসবে ২ রা ডিসেম্বর ।