খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক:বলিউডের প্রখ্যাত অভিনেতা আয়ুষ্মান খুরানা লকডাউন এর সময় চন্ডীগড়ে তার নিজের বাড়িতে এসে চুটিয়ে সাইকেল চালিয়েছেন। মুম্বাইয়ে ব্যাস্ত রাস্তায় সেই সুযোগ না থাকায় তা পুষিয়ে নিয়েছেন চন্ডিগড়ে। এই ব্যপারে তাকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন ” ছোট থেকেই সাইকেল চালাতে ভালোবাসি । আর এই করোনা পরিস্থিতিতে এটা সবচেয়ে উপযোগী যান। এতে শরীরের ফিটনেস ও বজায় থাকে।
রাজ্য
উত্তর দক্ষিণ মেট্রো পাচ্ছে এর দুটি চীন রেখ
কলকাতার উত্তর দক্ষিণ মেট্রো পরিষেবা তে চীনের ডালিয়ান সংস্থার তৈরি তিনটি রেক আগেই ব্যবহার করা হয়েছিল । এইবার আরো দুটি রেক পরিষেবা তে যুক্ত...