লাইসেন্স ও গাড়ির নথিপত্রের মেয়াদ বৃদ্ধি

খবর  ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির কাগজ পত্র  যথা পারমিট, ফিটনেস সার্টিফিকেটের মেয়াদ ৩১ শে  ডিসেম্বর পর্যন্ত্য বাড়ানো হলো । করোনার  জন্য লকডাউন শুরু হলে  প্রথমে ৩০শে  জুন  ও পরে ৩০শে সেপ্টেম্বর পর্যন্ত্য  মেয়াদ বাড়ানো হয়। কেন্দ্রীয় পরিবহন মন্ত্রী বলেন যেসব গাড়ির নথিপত্রের  মেয়াদ ১ লা  ফেব্রুয়ারি থেকে ৩১ শে ডিসেম্বের শেষ হবে তাদের মালিকদের দুর্ভোগের কথা ভেবেই ৩১ শে ডিসেম্বর পর্যন্ত্য মেয়াদ  বাড়ানো  হলো।