লাদাখে প্রবল তুষার পাতে বাড়লো মৃতের সংখ্যা

নিউস  ঘন্টায়  ঘন্টায়  ওয়েবডেস্ক  :  লাদাখের খারদুংলা পাশে  প্রবল তুষার পাতে  মৃত পর্যটক দের  মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৫,লেহের  ডেপুটি  কমিশনার  বলেন এখন ও অব্দি  অন্তত ১০ জন তুষার ধসে  চাপা পরে আছেন যৌথ উদ্যোগে লাদাখের  সমগ্রহ অঞ্চলে  উদ্ধার কার্য চলা  সেনাবাহিনী  স্থানীয় পুলিশ  এবং  রাজ্য বিপর্যয় মোকাবিলা দল । এক প্রত্যক্ষ  দর্শী জানান খারদুংলা তে একটি স্করপিও গাড়িতে কয়েক জন যখন যাচ্ছিলেন তখন হটাৎ তুষার ধসে চাপা  পরে গাড়িটি এবং মৃত্যু  হয় পর্যটকদের ।