খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : নীতিশ কুমারের দল জেডিইউ আজ নির্বাচন কমিশনে অভিযোগ করেন যে , জেল থেকে বসে আরজেডি সভাপতি লালু প্রসাদ কি করে দলীয় প্রার্থীদের প্রতীক বন্টন করলো । দলের মুখপাত্র নীরজ কুমার এই নিয়ে লিখিত অভিযোগ জানান কমিশনে । তাকে সমর্থন করেন রামবিলাস পাসোয়ানের লোক জনশক্তি পার্টি । তাদের নেতা চিরাগ পাসোয়ান বলেন ” গোটা দলটাই জেল থেকে চালানো হচ্ছে ,নেতারা জেলে যাচ্ছেন দেখা করতে “।
রাজ্য
শতাধিক এজেন্ট গা ঢাকা দেওয়া তে বিপদে পড়েছে পঁয়সা ...
উত্তর ২৪ পরগনার বাঘদায় টাকা নিয়ে চাকরি পাইয়ে দেওয়া র অন্যতম অভিযুক্ত সৎরঞ্জন ওরফে চন্দন মন্ডল তার কেরামতি তে বাগদার অন্তত শতাধিক বাসিন্দা টাকা...