লোকসভা তে এক দেশ এক ভোটের জন্যে সায় কেন্দ্রীয় মন্ত্রিসভা

আগামী সপ্তাহে সংসদের চলতি অধিবেশনে এক দেশ এক ভোট ,বিল টি পেশ করা হবে । সংসদে এই বিলটি পাশের পরে এই বিলটি যৌথ সংসদীয় কমিটি বা আইন মন্ত্রকের স্থায়ী কমিটির কাছে আলোচনার জন্য পাঠানো হবে ।কেন্দ্রীয় সরকার চাইছে জনমত তৈরির জন্য বৃহৎত্বর গন্ডিতে আলোচনা করার ।