লোকসভা ভোটের প্রচার শুরু করতে চলেছে বিজেপি

নিউস  ঘন্টায়  ঘন্টায়  ওয়েবডেস্ক  : বিজেপির  কেন্দ্রীয়  কমিটির সূত্রে জানা যাচ্ছে  আগামী ১২ নভেম্বর ৫ রাজ্যের  বিধানসভা  ভোটের  ফলাফল  প্রকাশ  হওয়ার ৫ দিনের মধ্যেই  লোকসভা  ভোটের  প্রচার শুরু করবে বিজেপি দল । তারা ঠিক করেছে দিল্লিতে প্রতি সপ্তাহের শেষে একটি করে সভা হবে এবং সেই সভায় পালা করে উপস্থিত থাকবেন  হয় নরেন্দ্র  মোদী  অথবা অমিত শাহ ,দিল্লির  বিজেপি নেতা  বিজয় গোয়েল  ইতিমধ্যেই দিল্লির  পথে  পথে স্লোগান  তুলেছে “একবার  ফিরসে  মোদী  দিলসে “।