লোকসভা ভোটের মুখে সংরক্ষণ ঘোষণা করলো প্রধানমন্ত্রী

নিউস  ঘন্টায়  ঘন্টায়  ওয়েবডেস্কের  : আসন্ন লোকসভা  ভোটের  মুখে কেন্দ্রীয় মন্ত্রী সভা আর্থিক ভাবে পিছিয়ে পড়া উচ্চবর্ণের লোকেদের জন্য চাকরিতে  ১০% সংরক্ষণ নির্দেশ জারি করলো ,ওই বিল সংসদে  পাশ  করানোর জন্য পেশ করা হবে ,চাকরি তে উচ্চবর্ণের  সংরক্ষণের কথা দীর্ঘদিন ধরে দাবি করছিলো উত্তর  প্রদেশের ঠাকুর ,হরিয়ানার জাট ,রাজস্থানের রাজপূত ,গুজরাটের প্যাটেল -পাতিদার  এবং মহারাষ্ট্রের মারাঠা  সম্প্রদায়ের মানুষ ,বিল টি  যদি সাংসদ   বিরোধি দের  বিরোধিতায়  পাশ  না হয় তবেও লোকসভায়  ভোটের  ময়দানে  ফায়দা তুলবে শাসক দল ।