শাহজাহান কে আরো বেকায়দায় ফেলতে তৎপর ইডি

গতকাল ইডি শাহ জাহানের মেয়ে সাবিনার নামে তৈরি সংস্থা সাবিনা ফিশারিজের ব্যাঙ্ক একাউন্টে সমস্ত লেনদেন বন্ধ রাখার জন্য ব্যাঙ্ক কে চিঠি দিয়ে জানালো ।উল্লেখ্য গত ১২ বছরে যেই দুটি সংস্থার সাথে সাবিনা ফিশারিজের ১৩৭ কোটি টাকার লেনদেন হয়েছে সেই মেসার্স ম্যাগনাম এবং মেসার্স অরূপ সোম সংস্থার ও সব লেনদেন বন্ধ রাখার জন্য ব্যাঙ্কের কাছে আর্জি জানানো হয়েছে ।