শিক্ষক নিয়োগ নিয়ে হাইকোর্ট তলব করলো ডিআইজি সিআইডি কে

গতকাল কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু ,জিটিএ শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্ত করতে সিআইডি সক্ষম কিনা তা জানতে বুধবার ডিআইজি সিআইডি কে সশরীরে কোর্টে এসে তার বক্তব্য জানাতে বললেন ,উল্লেখ্য বহু শিক্ষকের নিয়োগ নিয়ে যে প্রশ্ন আছে তা মেনে নিয়ে রাজ্য সরকার ।বিচারপতির বক্তব্য সিআইডি পারবে কিনা তা জানা প্রয়োজন ,না পারলে সিবিআই কে একই প্রশ্ন কোর্টে করতে পারছে বলে জানায় আইনজীবীরা ।