খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল শিবাজী পার্কে কংগ্রেস, এনসিপি, শিবসেনার মহা আগাড়ি জোটের তরফে উদ্ভব ঠাকরে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেয়ার সাথে সাথে শিবসেনার তরফ থেকে শপথ নিলেন ১) একনাথ শিন্ডে ২) সুভাষ দেশাই । এই ছাড়াও এনসিপির তরফ থেকে শপথ নিলেন ছগন ভুজবল এবং জয়ন্ত পাতিল ।কংগ্রেসের তরফ থেকে শপথ নিলেন ১) বালাসাহেব থোৱাট ২) নিতিন রাউট ।
রাজ্য
খুব শিগ্রই বিজেপির সর্বভারতীয় সভাপতি ও পশ্চিমবঙ্গের সভাপতি নির্বাচিত হবে
সূত্রের খবর আগামী ১০ দিনের মধ্যেই বিজেপির সর্বভারতীয় সভাপতি বেছে নেওয়ার তোড়জোড় চলছে । তবে নিয়ম হলো কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত করার আগে রাজ্য ও...