বুধবার শিলিগুড়ি থেকে কাঠমাণ্ড রূটের বাসের সূচনা করেন রাজ্যের পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম ।৪৮৫|কিমি এই রুটের উদ্বোধন করতে গিয়ে মন্ত্রী বলেন যাত্রী বাড়লে প্রয়োজনে আরও বাস দেওয়া হবে ,পাশাপাশি তিনি শিলিগুড়ি থেকে ঢাকা রুটের বাসের ও চালু করার নির্দেশ দেন দফতরের প্রধান সচিব কে ,এবং শিলিগুড়ি তেই বৈঠক করেন সিকিমের পরিবহনের আধিকারিক য়ের
সাথে ।