শীর্ষ আদালতের কড়া অবস্থান নিলো কলকাতার বেআইন নির্মাণ নিয়ে

Sunplus

গতকাল শীর্ষ আদালতের বিচারপতি পাদ্রিয়ালা এবং বিশ্বনাথের ডিভিশন বেঞ্চ ,কলকাতা সাধারণ মানুষের কথা বিবেচনা করে ।কলকাতার প্রতি বে আইনি নির্মাণের ক্ষেত্রে ,কলকাতা হাইকোর্ট কে আইন আনুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেন । সুপ্রিম কোর্টের এই পদক্ষেপ কে স্বাগত জানিয়েছে কলকাতা পুরসভার কর্তারা । কলকাতা মেয়র বলেন সুপ্রিম কোর্টের এই অবস্থান কে আমি স্বাগত জানাচ্ছি ।