গতকাল শীর্ষ আদালতের বিচারপতি পাদ্রিয়ালা এবং বিশ্বনাথের ডিভিশন বেঞ্চ ,কলকাতা সাধারণ মানুষের কথা বিবেচনা করে ।কলকাতার প্রতি বে আইনি নির্মাণের ক্ষেত্রে ,কলকাতা হাইকোর্ট কে আইন আনুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেন । সুপ্রিম কোর্টের এই পদক্ষেপ কে স্বাগত জানিয়েছে কলকাতা পুরসভার কর্তারা । কলকাতা মেয়র বলেন সুপ্রিম কোর্টের এই অবস্থান কে আমি স্বাগত জানাচ্ছি ।