শীর্ষ আদালতে ভৎশিত হলো শেইখ শাহ জাহানের আইনজিবি

On: Tuesday, November 4, 2025 11:40 AM

সন্দেশখালি মামলা তে জামিন চেয়ে ভৎশিত হলো রজত সিংহ রায় । শাহ জাহানের আইন জিবি দাবি করেন
৩০ মিনিটের মধ্যে তার মক্কেলের বিরুদ্ধে দুটি এফ আই আর করে । প্রথম এফ আই আরের বিরুদ্ধে তার মক্কেল জামিন পেলেও কলকাতা হাইকোর্ট থেকে দ্বিতীয় এফ আই আর টির কোনো নির্দেশ তারা পাননি হাইকোর্ট থেকে ।সুপ্রিম কোর্টের আইনজীবী দীপঙ্কর দত্ত বলেন সংবিধানের ৩২ নম্বর অনুচ্ছেদঃ কি করে উলঙ্ঘন করলেন আপনি ,তার পরে মামলাটি প্রত্যাহার করে নেন শাহ জাহানের আইনজীবী ।