শেইখ হাসিনা ভারতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন

খবর  ঘন্টায়  ঘন্টায় ওয়েবডেস্ক  : গতকাল  ইডেনে  ভারত  বনাম  বাংলাদেশের  দিন রাতের  গোলাপি  বলের  ঐতিহাসিক  ক্রিকেট  টেস্টের  খেলায়  আমন্ত্রিত  হয়ে কলকাতায়  আসার  পরে তিনি আলীপুরের একটি পাঁচ  তারা  হোটেলে  বৈঠক  করেন মমতা  বন্দ্যোপাধ্যায়ের সাথে  । তার পরে সাংবাদিকদের  বলেন “আশা  করি দুই দেশের  বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চিরদিন  বোঝায়  থাকবে ,দুই  বাংলা ও দুই দেশের মধ্যে নানা বিষয়ে কথা  হয়েছে ,মুক্তিযুদ্ধের সময় ১ কোটি স্মরণার্থীকে কে আশ্রয়  দিয়েছিলো  ভারত ,তা ভোলার নয় “।