শেয়ার সূচকে পতন হয়েই চলেছে

শুল্কযুদ্ধের আশঙ্কা তে পতন হলো সূচকের , গত মঙ্গলবার ৯৬.০১ পয়েন্ট নেমে সেনসেক্স নামলো ৭২,৯৮৯ পয়েন্ট ৯৩ অংকে ।নিফটির পতন হলো ৩৬.৬৫ পয়েন্ট পরে ২২,০৮২.৬৫ তে ।বিশেষজ্ঞরা বলছেন বিদেশ পুঁজি বার হওয়া বন্ধ না হলে শেয়ার বাজারের পতন রোধ করা যাবেনা ।