গতকাল দুইদিনের জন্য মালদ্বীপ সফরে গেলেন ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর ,আগামী সোমবার তিনি
সেখান থেকে যাবেন শ্রীলঙ্কায় ।শ্রীলঙ্কার বিদেশ মন্ত্রীর আমন্ত্রণে তিনি সেই দেশে যাচ্ছেন দিল্লি সূত্রে জানা গিয়েছে শ্রীলঙ্কায় এখন চূড়ান্তঅর্থনৈতিক ডামাডোলে চলছে ।সেই ডামাডোল সামাল দিতে আগামী ৩০ সে এপ্রিল অব্দি তিনি কলম্বোতে থাকবেন বলে জানা গিয়েছে ।