খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : ২০০৭ সালে পাশ হওয়া ” মেইনটেনান্স এন্ড ওয়েলফেয়ার অফ প্যারেন্টস এন্ড সিনিয়র সিটিজেনস” আইনটি তে সংশোধনী আনা হলো । বাবা মা কে অবহেলার শাস্তি তে এইবার আরো কড়া পদক্ষেপ নিলো নরেন্দ্রমোদী সরকার । বাবা মায়ের দেখা শোনা না করলে এই বার থেকে ৬ মাস অব্দি কারা দ্বন্দ্ব হতে পারে । লোকসভা তে এই বিলটি পেশ করেছেন কেন্দ্রীয় সামাজিক ন্যায় মন্ত্রকের মন্ত্রী থেবর চন্দ্র গেহলট ।
রাজ্য
উত্তর কন্যা অভিযান করতে গিয়ে গ্রেপ্তার হলেন মীনাক্ষী মুখার্জি
গতকাল সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআইয়ের ডাকে উত্তরবঙ্গের প্রশাসনিক সচিবালয় ,বেকার বিরোধী দিবস পালন করতে মীনাক্ষী মুখার্জির নেতৃত্বে অভিযান চালিয়েছিল সিপিএমের যুব সংগঠন ।ওই অভিযান...