সংসদে চিটফান্ড নিয়ে তৃণমূল এবং বিজেপির মধ্যে বাক যুদ্ধ

খবর ঘন্টায়  ঘন্টায় ওয়েবডেস্ক  :  সংসদে  চিটফান্ড আইন সংশোধন বিলটি  নিয়ে  রীতিমত  বাক  যুদ্ধ শুরু  হয়ে যায়  তৃণমূল  এবং বিজেপির  সাংসদদের  মধ্যে ।আলোচনা  চলা  কালীন  তৃণমূলের সাংসদ  কল্যাণ  বন্দ্যোপাধ্যায়  স্পিকার কে বলেন  কেন্দ্র  কে অনুরোধ  করছি দয়া  করে সারদা  মামলা  টি  গুটিয়ে  ফেলা  হোক । এই টাকে  ঝুলিয়ে  রেখে  আর  নির্বাচনের  বিষয়  করবেন  না ,উত্তরে বিজেপির লকেট  বলেন  আমাদের  দল চায়  চিটফান্ডের  পিছনের মাথা  দের  ধরা  হোক না হলে সাধারণ  মানুষ  কিছুই  ফেরত পাবে না ।