সংসদে পেশ পরোক্ষ কর আদায়ের হিসাব

নিউস  ঘন্টায়  ঘন্টায় ওয়েবডেস্ক  :  গতকাল  সংসদে  অর্থমন্ত্রকের প্রতিমন্ত্রী শিবপ্রসাদ শুক্ল জিএসটি  ও ক্ষতিপূরণ শেষ বাবদ  গত  নভেম্বর অব্দি কেন্দ্র যে টাকা আদায় করেছে তার হিসাব পেশ করে ,হিসাবে দেখা যাচ্ছে  কেন্দ্র  ৬.১২ লক্ষ কোটি টাকা আদায় করেছে ,২০১৮-১৯ অর্থ বর্ষে কেন্দ্রের লক্ষ এই বাবদ  ১১.১৬ লক্ষ কোটি টাকা আদায় করা ।