গত লোকসভা ভোটে তুলনা মূলক ভাবে যেই সব বুথ গুলিতে বিজেপি খারাপ ফল করেছে ,সেইখানে জনসংযোগ বাড়াতে অভিযানের সূচনা মঞ্চ থেকে ওই বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ।তিনি এই সদস্য অভিযানে মহিলা দের আরও বেশি করে সদস্য করার পরামর্শ দিয়েছেন । তিনি মহিলাদের আরও বেশি করে সদস্য করার জন্য জোর দিয়েছেন কর্মকর্তাদের ,উল্লেখ্য গতবার যে সদস্য সংর্ফ অভিযান শুরু হয়েচিলো দেশ জুড়ে, তাতে ১০ কোটি সদস্য এসেছিলো ,জোর দেওয়া হচ্ছে মহিলা ও দুর্বল শ্রেণীর সদস্য ও সদ্য প্রাপ্ত্য বয়স্ক দেড় উপরে ।
রাজ্য
খুব শিগ্রই বিজেপির সর্বভারতীয় সভাপতি ও পশ্চিমবঙ্গের সভাপতি নির্বাচিত হবে
সূত্রের খবর আগামী ১০ দিনের মধ্যেই বিজেপির সর্বভারতীয় সভাপতি বেছে নেওয়ার তোড়জোড় চলছে । তবে নিয়ম হলো কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত করার আগে রাজ্য ও...