সব বিরোধীরাই এক দেশ এক ভোট নীতির বিরোধী

গতকাল কংগ্রেস সভাপতি খাড়গে , এক দেশ এক ভোট প্রস্তাবের বিরোধিতা করে চিঠি লেখেন প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কবিন্দের নেতৃত্বধীন উচ্চপর্যায়ের কমিটি কে ।উল্লেখ্য তৃণমূল সিপিএম ও ডিএমকে এই ব্যাপারে প্রতিবাদ জানিয়েছে ।বিরোধ দল গুলির বক্তব্য লোক সভা ও রাজ্য গুলির বিধানসভার নির্বাচন এক সঙ্গে করার প্রস্তাব এ গণতান্ত্রিক এবং সংবিধানের পরিপন্থী ।