সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি

খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : লস্কর ই  তৈবার  প্রধান  হাফিজ  সঈদের   বিরুদ্ধে  সন্ত্রাসে  আর্থিক  মদত  দেওয়া  মামলায়  কাশ্মীরে  ৬কোটি  ১৯  লক্ষ  টাকার  সম্পত্তি  বাজেয়াপ্ত  করল  ই.ডি.  দফতর ।  ইডি   জানিয়েছেন  ঐ   সম্পত্তি  কাশ্মীরি  ব্যবসায়ী  জাহুর   আহমেদ  ওয়াটালির ।  অভিযোগ  তার  মাধ্যমেই  বিচ্ছিন্নতাবাদী  হুরিয়তের  কাছে  পাকিস্তান  থেকে  টাকা  আসত ।   অবশ্য  ইডি   এর  আগে  ওয়াটলির অন্য   সম্পত্তি  বাজেয়াপ্ত  করেছে।