সাঁইথিয়ার কাউন্সিলর কে টানা জিজ্ঞেসাবাদ ইডির

নিয়োগ দুর্নীতি মামলা তে জীবনকৃষ সাহার কাউন্সিলর পিসি মায়া সাহা কে ,জিজ্ঞেসাবাদ করলো দ্বিতীয় দফা তে ইডি গত শনিবার ।মায়া সাহা সাঁইথিয়া পুরসভার কাউন্সিলর ।উল্লেখ্য জীবনকৃষ কে গ্রেপ্তারের পরেই মায়া সাহার কাছ থেকে একটি সম্পত্তি নথি সংগ্রহ করেছিল ইডি ।