সাংসদের হাত ধরে দক্ষিণ দিনাজপুরে শক্তি বাড়ালো বিজেপি

খবর   ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক  :  এই দিন দক্ষিণ দিনাজপুরের  বিজেপি সাংসদ  সুকান্ত মজুমদার তার জেলায় ৪০ টি পরিবার কে দল  বদল করে বিজেপিতে আনলেন এবং তাদের হাতে দলীয় পতাকা তুলে দিলেন ।সুকান্ত মজুমদার দল  বদলের পরে বলেন বাংলার মানুষজন  মমতা  বন্দ্যোপাধ্যায়ের কাজে খুশি নন ,তারা  মোদীজির কাজে  খুশি হয়ে তৃণমূল ছেড়ে বিজেপি তে নাম লেখালেন ।তারা মোদীজির উন্নয়ন  চোখে দেখতে পাচ্ছেন কিন্তু রাজ্য সরকারের দুর্নীতি সহ্য করতে পারছেন না ।এই  দল  বদল অনুষ্টানে  কেরালা  ফেরত  বেশ কয়েকটি পরিযায়ী শ্রমিকদের হাতে ত্রাণ  তুলে দেয়া হয় ।