গতকাল কেন্দ্রীয় পরিসংসখ্যান সংস্থা জানালো গত অক্টোবর থেকে ডিসেম্বর ,শহরে ১৫ বছর ও তার বেশিবয়েসী দের মধ্যে বেকারত্ব হয়েছে ৭.২%,২০২১ সালে ওই একই সময় হওয়া সমীক্ষা তে দেখা গিয়েছি বেকারত্বের সংখ্যা ছিল ৮.৭%।সমীক্ষাতে জানা গিয়েছে জানুয়ারী -মার্চে বেকারত্ব ছিল ৮.২%,এপ্রিল -জুনে ছিল ৭.৬% আর জুলাই -সেপ্টেম্বরে তা ছিল ৭.২%। সংশ্লিষ্ট মহলের দাবি।,এই হিসাবে স্পষ্ট কাজের ছবিটা সারা দেশ জুড়ে কতটা মলিন ।
রাজ্য
উত্তর কন্যা অভিযান করতে গিয়ে গ্রেপ্তার হলেন মীনাক্ষী মুখার্জি
গতকাল সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআইয়ের ডাকে উত্তরবঙ্গের প্রশাসনিক সচিবালয় ,বেকার বিরোধী দিবস পালন করতে মীনাক্ষী মুখার্জির নেতৃত্বে অভিযান চালিয়েছিল সিপিএমের যুব সংগঠন ।ওই অভিযান...