সার্চ ইনঞ্জিনে প্রথম প্রিয়ঙ্কা চোপড়া

খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :আমেরিকায়  করা  এক  সমীক্ষা  অনুযায়ী  ২০১৮  এর  অক্টবর  থেকে  ২০১৯ সালের  অক্টবর   পর্যন্ত্য  মার্চ  ইঞ্জিনে  ৪.২০  মিলিয়ন  বার  সার্চ  হয়েছে  প্রিয়াঙ্কা   চোপড়ার  নাম। তারপর  দ্বিতীয়  স্থানে  আছে  সলমন খান। নেটি জেনদের   তালিকায়  এই  প্রথমবার  নয়  এর  আগে  ইনস্টাগ্রামে  ও   ছবি পিছু   আয়ের ক্ষেত্রে  ভারতীয়দের  মধ্যে   শীর্ষে  ছিলেন  তিনি ।