সার কে বাঁচাতে গিয়ে ১২ জন বাস যাত্রীর মৃত্যু

খবর ঘন্টায়  ঘন্টায় ওয়েবডেস্ক  :  শনিবার রাজস্থানের নাগর জেলাতে  রাস্তার  মাঝখানে  দাঁড়িয়ে থাকা  একটি সার  কে বাঁচাতে  গিয়ে যাত্রী  বোঝাই একটি দূরপাল্লার বাস  নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে  যায় । ওই  ঘটনা তে  ১২ জনের  মৃত্যু  হয় ও আহত  হয় কমপক্ষে ১০ জন । পুলিশ  সূত্রে  জানা  যায়  মৃতদের  মধ্যে ৬ জন মহিলা হরিয়ানার  হিসার থেকে রাজস্থান  হয়ে বাসটি  মহারাষ্ট্রের  লাতুরের দিকে যাচ্ছিলো ।