গত বৃহস্পতিবার আর্থিক অনিয়মের সাথে যুক্ত থাকার অভিযোগে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের প্রাক্তন এমডি
কাম সিইও বাড়িতে হানা দিয়েছিলো ।আর গত শুক্রবার কিছু নির্দিষ্ট ব্রোকার কে আগে লেনদেনের সুবিধা পাইয়ে দেওয়ার মামলায় তাকে জিজ্ঞেসাবাদ করে সিবিআই । এই মামলায় চিত্রা ,এক্সচেঞ্জের প্রাক্তন রবি নারায়ণ ,(প্রাক্তন সিএই ও ) এবং সিওও আনন্দ সুব্রামনিয়াম যাতেদেশ ছেড়ে পালাতে না পারে তার জন্য লুক আউট সার্কুলার জারি হয়েছে ।