গতকাল গান্ধী জয়ন্তীতে রাজঘাটে তৃণমূলের সাংসদ ও মন্ত্রীরা দল বেঁধে রাজঘাটের প্রার্থনা সভা তে ধর্ণা তে
বসেছিলেন ১৪৪ ধারা উপেক্ষা করে । কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিংহ কে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বিহার থেকে সাংবাদিক সম্মেলন করে বলেন “MGNREG ” পশ্চিমবঙ্গে ২৫ লক্ষ্য ভুয়ো জব কার্ড তৈরি করে কোটি কোটি সরকারি টাকা বেহাত হয়ে যাচ্ছিলো আঁধার,সংযুক্তিকরণের সময়ে তা ধরা পরে ,মনে হচ্ছে সিবিআই দিয়ে এটির তদন্তের সময় এসে গিয়েছে ।