খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল মাঠি থেকে প্রায় ১৮ হাজার ফুট উঁচুতে সিয়াচেনে তুষার ধ্বসের জেরে মারা গেলেন ভারতীয় এবং দুই মালবাহক ।সোমবার দুপুর ৩ টা নাগাদ সিয়াচেনে উত্তর হিমবাহে চাপা পরে সেনাবাহিনীর একটি টহলদারির দল ,বেসক্যাম্প থেকে উদ্ধার কারীদের একটি দল তাদের উদ্ধারের চেষ্টা করে স্থানীয় সেনাদের সঙ্গে নিয়ে ।আহত সেনা দের সেনা হাসপাতালে ভর্তি করা হয়েছে ।
রাজ্য
উত্তর দক্ষিণ মেট্রো পাচ্ছে এর দুটি চীন রেখ
কলকাতার উত্তর দক্ষিণ মেট্রো পরিষেবা তে চীনের ডালিয়ান সংস্থার তৈরি তিনটি রেক আগেই ব্যবহার করা হয়েছিল । এইবার আরো দুটি রেক পরিষেবা তে যুক্ত...