খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক:গতকাল দিল্লিতে আর এস এস এর মুসলিম সংগঠন ” মুসলিম রাষ্ট্রীয় মঞ্চ ” উলেমা সম্মেলন এর আয়োজন করেছিল। ঐ বৈঠকে শিয়া সুন্নি ধর্মগুরুরা ও সি এ এর পক্ষে সওয়াল করেন। সুপ্রিম কোর্টের আইনজীবী সিরাজ কুরেশী বলেন ” সি এ এ বুঝতে ভুল হয়েছে। এই আইনে মুসলমান দের কোন বিপদ নেই ” সংঘের নেতা ইন্দ্রেশ কুমার বলেন সংসদ য়ে পাশ হওয়ার পর এই আইন যায় ফেরত নেওয়া যায়না। অতীতে ১১ বৎসরে নাগরিকত্ব পাওয়া যেত বর্তমানে তা ৬ বৎসরেই পাওয়া যাবে।
রাজ্য
খুব শিগ্রই বিজেপির সর্বভারতীয় সভাপতি ও পশ্চিমবঙ্গের সভাপতি নির্বাচিত হবে
সূত্রের খবর আগামী ১০ দিনের মধ্যেই বিজেপির সর্বভারতীয় সভাপতি বেছে নেওয়ার তোড়জোড় চলছে । তবে নিয়ম হলো কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত করার আগে রাজ্য ও...