সি ভোটারে সমীক্ষার ফলাফল

খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : সি  ভোটারের  করা  দেশের  সবচেয়ে  গুরুত্ব  পূর্ন   বিষয়  গুলি  নিয়ে  চালানো  ২৬  শে   এপ্রিলে  সপ্তাহের  শেষে  যে  ফলাফল  উঠে  আসে  তাতে  দেখা  যায়  কর্ম সংস্থান  নিয়ে  উদ্বগ্ন   ২৮.৪২  শতাংশ  মানুষ,  নিরাপত্তা  নিয়ে  চিন্তিত  ১১.৭৪  শতাংশ,  তবে  ১১৬৭২  জনের  উপর  করা  এই  সমীক্ষায়  আর্থিক  নিরাপত্তা  নিয়ে  ভাবিত  ৫৭.০৪  শতাংশ ।  তবে  সন্ত্রাসী  হামলায়  বিষয়টি  ও  গুরুত্ব  পেয়েছে।