সুনিতা ও বুচ কে ফেরত আনার নতুন উদ্যোগ শুরু

আমেরিকার স্থানীয় সময় সন্ধ্যা ৭ টা বেজে ৩ মিনিটে শুক্রবার শুরু হয়েছে বহু প্রতীক্ষিত ,ত্রু টেন মিশন ।
ফ্যালকন ৯ রকেটে সুনিতাদের ফিরিয়ে আনতে রওয়ানা দিয়েছেন আমেরিকার দুই ,জাপানের এক ও রাশিয়ার এক মহাকাশচারি । উল্লেখ্য গত জুন মাসে বুচ উইলমোর ও সুনিতা উইলিয়ামসের ফেরার কথা ছিল ,কিন্তু যান্ত্রিক কারণে নানা সমস্যার জন্য সেই অভিযান সফল হয়নি,সেই থেকে বুচ মহাকাশে আটকে আছে । অস্ট্রেলিয়ার তারকা পেসার মিচেল স্টার্ক ও একই মন্তব্য করেছে ।