স্কুল শিক্ষক ও শিক্ষা কর্মি নিয়োগের অপেক্ষামান তালিকা তে থাকা (বেইটিং লিস্ট ) প্রার্থীদের চাকরি দিতে
অতিরিক্ত পদ (সুপারনিউমেরারি ) তৈরির প্রস্তাব পাশ করেছিল রাজ্যমন্ত্রী সভা ।এই নিয়ে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলো কলকাতা হাইকোর্ট। সেই রায় বজায় থাকবে কিনা সেই নিয়ে আজকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বেঞ্চে আজকে শুনানি হবে । মঙ্গলবারের শুনানি যথেষ্ট তাৎপর্য্যপূর্ণ ।