গতকাল কয়লাকাণ্ডে মূল অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালার জামিনের আবেদন নিয়ে শুনানির শেষ তারিক ছিল ।গতকালের শুনানি তে সুপ্রিম কোর্ট রায় দেন যে আগামী ১৩ এপ্রিল অব্দি ইডি অথবা সিবিআই কেউ অনুপ মাঝিকে গ্রেপ্তারি করতে পারবেন না ।অর্থাৎ আগামী ১৩ এপ্রিল সুপ্রিম কোর্টের শুনানি অব্দি লালার রক্ষা কবচ বহাল রইলো ,তবে কোর্ট জানিয়েছে জিজ্ঞেসাবাদে কোনো অসুবিধা নেই ।