সুরকার শ্রাবন রাঠোর চলে গেলেন করোনার কবলে পরে

বলিউড মিউসিক ইন্ডাস্ট্রির হিট জুটি নাদিম -শ্রাবনের জীবনাবসান ঘটলো গতকাল মুম্বাইয়ের রাহেজা হাসপাতলে ।তার পুত্র সঞ্জীব রাঠোর জানান গত সোমবার থেকে রাহেজা হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে ভর্তি ছিলেন তার পিতা ।গতকালরাত ১০ টা ১৫ মিনিট নাগাদ তিনি প্রয়াত হন ,মৃত্যুকালে তার বয়েস হয়েছিল ৬৬। তার মৃত্যুতে বলিউডে শোকের ছায়া নেমে এসেছে ।