বলিউড মিউসিক ইন্ডাস্ট্রির হিট জুটি নাদিম -শ্রাবনের জীবনাবসান ঘটলো গতকাল মুম্বাইয়ের রাহেজা হাসপাতলে ।তার পুত্র সঞ্জীব রাঠোর জানান গত সোমবার থেকে রাহেজা হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে ভর্তি ছিলেন তার পিতা ।গতকালরাত ১০ টা ১৫ মিনিট নাগাদ তিনি প্রয়াত হন ,মৃত্যুকালে তার বয়েস হয়েছিল ৬৬। তার মৃত্যুতে বলিউডে শোকের ছায়া নেমে এসেছে ।
রাজ্য
উত্তর দক্ষিণ মেট্রো পাচ্ছে এর দুটি চীন রেখ
কলকাতার উত্তর দক্ষিণ মেট্রো পরিষেবা তে চীনের ডালিয়ান সংস্থার তৈরি তিনটি রেক আগেই ব্যবহার করা হয়েছিল । এইবার আরো দুটি রেক পরিষেবা তে যুক্ত...