সূচকের দৌড় অব্যাহত

On: Tuesday, December 8, 2020 8:34 PM

দেশে করোনার  টিকা আসার সম্ভাবনা যত  বাড়ছে  তত শেয়ার সূচক দৌড়চ্ছে। কিন্তু অর্থনীতির ঘুরে দাঁড়ানোর কোন ইঙ্গিত বা নিশ্চয়তা  নেই। তাই এই  উত্থানকে অনেক বিশেষজ্ঞ চিন্তার কারণ বলে জানাচ্ছেন। এদিনও  বিদেশী লগ্নিকারীরা প্রচুর  টাকার শেয়ার কিনেছেন। কিন্তু এখন  বাজারে নতুন লগ্নি না করাই ভাল। কারণ বাজার অল্প কিছু  বাড়লেও পড়ার সম্ভাবনা বেশি।