সেনসেক্স ৪৬ হাজার ছুঁল

On: Thursday, December 10, 2020 7:17 PM

আবার নজির গড়ল শেয়ার বাজার। রেকর্ড উচ্চতায় পৌঁছল সেনসেক্স ও নিফটি। বুধবার  বাজার বন্ধের সময় সেনসেক্স ছিল ৪৬১০৩ পয়েন্ট। যদিও একসময় তা ৪৬১৬৪ তে পৌঁছে গিয়েছিল। পরে তা নেমে আসে। নিফটি বন্ধ হয় ১৩৫২৯ পয়েন্টে ।করোনা ভ্যাকসিন বাজারে আসছে এবং বিদেশী লগ্নিকারীরা সমানে শেয়ার কেনায় সেনসেক্স বাড়ছে। তবে বিশেষজ্ঞরা বলছেন যে কোন সময় বাজার সংশোধন হতে পারে।