খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : কাশ্মীরের সুন্দরবনি সেক্টরের “নাথুয়া কা তীব্বায়” পাক এসএসজি বাহিনী ভারত বিরোধী অভিযান শুরু করেছিল ,তিনি ভারতীয় সেনা বাহিনী তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে দুইপক্ষের মধ্যে গোলাগুলি হয় ,ভারতীয় বাহিনীর ছোড়া রকেটে নিকেশ হয়েছেন দুই পাক কমান্ডো।পাক এসএসজি র পক্ষ থেকে ছোড়া গুলিতে শহীদ হয়েছেন জোয়ান রাইফেলম্যান সুখবিন্দর সিংহ (২১)।সেনার পক্ষ থেকে তার বীরত্বের প্রশংসা করা হয়েছে ।