স্কুল পড়ুয়াদের সতর্ক করতে তৈরি হচ্ছে সুগার বোর্ড

সম্প্রতি ন্যাশনাল কমিশন ফর প্রটেকশান অফ চিলড্রেন ,সিআইএসসি ই বোর্ড কে চিঠি লিখে প্রতিটি স্কুলে
সুগার বোর্ড তৈরি করার নির্দেশ দিয়েছে । একটি সমীক্ষা তে জানা গিয়েছে স্কুল পড়ুয়াদের দৈনন্দিন জীবনে চিনি অথবা ,মিষ্টি জাতীয় খাবারে স্থূলতা ডায়বেটিস ও দাঁতের নানা সমস্যা দেখা দিচ্ছে । তাই প্রতিটি স্কুল কে কিছু শিক্ষক কে নিয়ে সুগার বোর্ড গঠন করতে বলা হয়েছে ,যাদের কাজ হবে কি টিফিন আনবেন কি খাওয়া খাবেন তা জানানো ।