স্টারলিংক ও আঁধার কর্তৃপক্ষ চুক্তি বদ্ধ হলো

জানা যাচ্ছে স্টার্লিংকের কৃত্তিম উপগ্রহ ভিত্তিক ইন্টারনেট পরিষেবা ( স্যাট-নেট ) পেতে গ্রাহকদের আঁধার ভিত্তিক শনাক্তকরণ প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে । এতে এলেন মাস্কের সংস্থাটির বক্তব্য নথিভুক্তি প্রক্রিয়াটি সহজ ও স্বচ্ছ হবে । এর জন্য গতকাল চুক্তি বদ্ধ হয়েছে স্টার্লিংক ইন্ডিয়া এবং আঁধার কর্তৃপক্ষ ।